• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা


চট্টগ্রাম ব্যুরো ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৬:৪৪ পিএম
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ১২৭ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

আদালতের নির্দেশে গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মামলাটি রেকর্ড হলেও বিষয়টি আজ (১৬ ফেব্রম্নয়ারি) রবিবার দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন। 

এর আগে, চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন পিকআপ চালক মো. ইলিয়াছ। গত ৬ ফেব্রুয়ারি শুনানি শেষে ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা বাকলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, গত বছরের ৪ আগস্ট নগরের নতুন ব্রিজ মীর পেট্রোল পাম্পের আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলন বন্ধে গুলিবর্ষণ ও হাতবোমা-ককটেল বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে ছাত্রলীগ নেতা রিজান বাদীর মাথায় কোপ দেন। 

এক সিএনজি অটোরিকশা চালক তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অন্য একাধিক আসামি অবস্থান করছে জানতে পেরে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত চমেক হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। 

এ ঘটনায় সুস্থ হয়ে তিনি বাকলিয়া থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ করা হয়নি। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন।

এমটিআই

Wordbridge School
Link copied!