• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে বাস চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত


বরিশাল প্রতিনিধি  ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০১:৪৯ পিএম
বরিশালে বাস চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ বছর বয়সী মো. তুহিন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত তুহিন তিনি চাঁদপুর জেলার মতলব উপজেলার টিএন্ডটি এলাকার কেরামত আলীর ছেলে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকাগামী সাকুরা পরিবহন বেপরোয়াগতিতে বরিশালগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল চালক তুহিন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, দুর্ঘটনার পর নিহত তুহিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়া বাস ও মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

স্থানীয় একজন ব্যবসায়ী, ফজলুল হক, বলেন, এই ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। সড়কটি কিছুটা সরু, আর বাসগুলো বেশিরভাগ সময়ই বেপরোয়াভাবে চালায়। এর আগেও এমন কিছু দুর্ঘটনা ঘটেছিল। স্থানীয়দের দাবি, এই সড়কে অবৈধ দ্রুতগতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া উচিত। অপর এক স্থানীয় বাসিন্দা, বলেন যতটুকু জানি তুহিন খুবই ভালো ছেলে ছিল। সে চাঁদপুর থেকে বরিশালে আসছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার জীবনের এই খলমুখী ঘটনা ঘটল। তার পরিবার অত্যন্ত শোকাহত।

বরিশাল গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং পরিবারকে অবহিত করা হয়েছে। বাস ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআই

Wordbridge School
Link copied!