• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্রদল নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহার দাবীতে বিক্ষোভ 


বরগুনা প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:১৫ পিএম
ছাত্রদল নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহার দাবীতে বিক্ষোভ 

ছবি : প্রতিনিধি

বরগুনা: জেলা ছাত্রদলের সহ সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহবয়ক মেহেদী হাসান রনির ওপর কেন্দ্রীয় কমিটির অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে বরগুনায়। 

মানববন্ধনে বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অংশ গ্রহণ করেছে জেলা ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে সহস্রাধিক নেতাকর্মীরা ঘন্টা ব্যপি মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহণ করে। 

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম জাফর, যুবদলের সিনিয়র সহ-সভাপতি পান্না মৃধা, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল প্যাদা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ ছোট্ট, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বশির উদ্দিন,ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল ও মিঠুসহ উপস্থিত ছিলো বরগুনা জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ। 

সমাবেশে তারা বলেন, মেহেদী হাসান রনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, দলের দুর্দিনে সর্বোচ্চ মামলা হামলা শিকার হয়েছে রনি, দলের জন্য তার যা অবদান তা ভুলে যাওয়ার মতো নয়। অন্যায়ভাবে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করা না হলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়ে থাকেন তারা। 

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এসআই

Wordbridge School
Link copied!