• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামে ট্রেনিং প্রাপ্ত নারীদের সাথে মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ 


কুড়িগ্রাম প্রতিনিধি মার্চ ১২, ২০২৫, ০৬:৪৮ পিএম
কুড়িগ্রামে ট্রেনিং প্রাপ্ত নারীদের সাথে মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ 

কুড়িগ্রাম: নাগেশ্বরীতে জীবন মান উন্নয়নে চরাঞ্চলের ট্রেনিং প্রাপ্ত নারীদের সাথে মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১২ মার্চ বুধবার বিকেল নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজনে সহকারী কমিশনার( ভূমি) মাহমুদুল হাসানের সঞ্চালনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম বীর প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক রেজওয়ানুর রহমান, কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং সুবিধাভোগী লিমা বেগম ও আকতারা বেগম এবং ইউএনও শিব্বির আহমেদ সুচনা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা সে তার প্রতিভা আবিষ্কার করতে পারে না বলেই নানাভাবে বাধা গ্রস্ত হয়। উদ্যোক্তা তৈরি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এআর

Wordbridge School
Link copied!