পাবনা: ট্রাক শ্রমিক ইউনিয়নের যে আয় এবং উপার্জন তা দিয়ে কোনো মৃত শ্রমিকের দাবি পূরণ করার সুযোগ হতো না।
রাষ্ট্রের পক্ষ থেকে যেন আপনাদের সকল দাবি পূরণ করতে পারি। বাংলাদেশের সকল শ্রমিকের মর্যাদা যেন বাড়াতে পারি। তাদের সহযোগিতার পরিমাণ যেন বাড়াতে পারি সেই চেষ্টা করবো।
গতকাল রোববার ২৩ মার্চ সকাল সাড়ে ১১ টায় পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমীক ইউনিয়নের উদ্যোগে বাইপাস টার্মিনালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নিহত ও আহত শ্রমিকদের পরিবারে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন আমি পরম করুনাময় আল্লাহ পাকের কাছে এই আরজি করি বাংলাদেশের চিরদুখী মানুষের সংসার থেকে অভাব-দুঃখ মুক্ত করে দিন।
কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি, মজদুর, মজলুম ভাইয়েরা বছরের পর বছর জনম ধরে যে কষ্ট করে তার থেকে মুক্তির জন্য তারা কঠিন কষ্টকর এই পেশা বেছে নিয়েছেন। জীবনকে আত্মহুতি দিয়ে পথে-ঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ বিসর্জন দেন। তাদেরই পরিবারের অনাগত ভবিষ্যৎ, সন্তানদের কোন রাষ্ট্র নিরাপত্তা দেয় না। সাহায্য করে না।
আমরা এমন একটি সংগ্রামের মাধ্যমে পরিবর্তন করতে চাই, যেন এই দেশে বসবাসকারী প্রতিটি নাগরিক উন্নত দেশগুলোর মত সকল ক্ষেত্রে নিরাপত্তা পায়। আর সেই নিরাপত্তা-অধিকার বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমাদের সংগ্রাম সেদিন থামবে যেদিন এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে।
উন্নত রাষ্ট্রগুলোতে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে পরিপূর্ণ নিরাপত্তা দেয়। তার পাঁচটি মৌলিক অধিকারকে রাষ্ট্র নিরাপদ করে। আমরা অভুক্ত থেকে কর্মহীন হয়ে অপমান ভোগ করলেও সরকারের পক্ষ থেকে আমাদের দুঃখ নিবারনের জন্য এগিয়ে আসে না। তাকে অসুস্থ অবস্থায় কাজ করতে হয়।
আর এই পরিবহন শ্রমিকের পরিশ্রমে দেশের সভ্যতা, ব্যবসা-বাণিজ্য,অর্থনীতি তথা দেশ সচল রয়েছে।
সেখানে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক কবির।
অনুষ্ঠানে মৃত ও আহত পরিবহন চালক, হেলপার ও ভাড়া সংগ্রহকারী শ্রমিকের অর্ধশত পরিবারের মাঝে শিমুল বিশ্বাসের নিজস্ব অর্থায়নে ৬ লাখ ৩১ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় এসকল অসহায় পরিবারের সদস্যদের মাঝে আনন্দে আত্মহারা হতে দেখা যায়।
ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ'র সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন মান্নান মাস্টার, মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেয়ন, ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, শামসুর রহমান মানিক, পাবনা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, ট্রাক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বাস-মিনিবাস, মোটর, অটো ট্যাম্পু, রিক্সা, হোশিয়ারি, বিড়ি, মেকানিক, পার্লার শ্রমিকসহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এআর







































