• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিজিবির উপস্থিতি টের পেয়ে ডায়মন্ডের গহনা ফেলে পালালো চোরাচালানি  


সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৫, ০৫:৪৭ পিএম
বিজিবির উপস্থিতি টের পেয়ে ডায়মন্ডের গহনা ফেলে পালালো চোরাচালানি  

সাতক্ষীরা: সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের নাকফুল ফেলে পালিয়ে গেছে চোরাচালানিরা। গতকাল সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা রাতে, সদর উপজেলার ভোমরা এলাকায় বিজিবি এই অভিযান চালায়।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলঙ্কার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমানা পিলার হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়।

এসময় এক চোরাচালানি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে সেটি তল্লাশি করে ৯০টি ডায়মন্ডের নাকফুল পাওয়া যায়। এর বর্তমান বাজারমূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা। 

বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত ডায়মন্ডের অলংকার ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআর

Wordbridge School
Link copied!