• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীলফামারীতে একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের ভোগান্তি


নীলফামারী প্রতিনিধি   এপ্রিল ১৯, ২০২৫, ০৬:১০ পিএম
নীলফামারীতে একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের ভোগান্তি

নীলফামারী: জেলার ডোমার উপজেলার ১০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের উপজেলা শহরে যাতায়াতের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। এলাকাবাসী একটি ব্রীজের জন্য দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধরনা দিলেও বছরের পর বছর শুধু আশ্বাসই মিলছে।

ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে হংশরাজ কলমদর নদীর সড়কের উপর এই বাঁশের সাঁকোটি। সাঁকোটির পশ্চিম দিকে ডুগডুগি, বড়গাছা, চওড়া, বসুনিয়া, তরনিবাড়ী গ্রাম ও পূর্বদিকে ধরনীগঞ্জ বাজার, ইউপি ভবন, কালিতলা, বাবুর হাট, আঠিয়াবাড়ীসহ ১০টি গ্রাম। 

এইসব গ্রামের প্রায় ২৫ হাজার মানুষজনকে বাঁশের সাঁকোর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। ডোমার উপজেলা পরিষদ ও উপজেলা শহরের বিভিন্ন হাট বাজার এবং স্কুল-কলেজ যেতে হয় এই সাঁকোর উপর দিয়ে। 

প্রতি বর্ষা মৌসুমে সাঁকোটি পানির তোড়ে নড়বড়ে ও আংশিক ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন নিজ উদ্যোগে আবার মেরামত করে থাকেন। এভাবে দীর্ঘদিন ধরে চলছে সাঁকো ভাঙ্গা-গড়ার খেলা। 

বর্ষা মৌসুমে কয়েক কিলোমিটার ঘুরে গ্রামগুলোর লোকজনকে উপজেলা শহরে যাতায়াত করতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় উপজেলা শহরে  স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা সাঁকো দিয়ে যাতায়াত করতে ভয় পায়। 

এসময় তাদের ৩ থেকে ৪ কিলোমিটার ঘুরে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। এছাড়া বাঁশের সাঁকো দিয়ে ভারি যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় সমস্যায় পড়তে হয় ওইসব গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল ক্রয়-বিক্রয় করতে। ভ্যান কিংবা রিক্সায় কৃষিপণ্য নিতে হলে বিকল্প সড়কে প্রায় ৩ কিলোমিটার ঘুরে যেতে হয়।    

আঠিয়াবাড়ী গ্রামের মমতাজ, জসিম উদ্দীন, ডুগডুগি গ্রামের ময়নুল ইসলাম, খগেন্দ্র নাথসহ অনেকে জানান, একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষজনকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। 

ওই খানে একটি ব্রীজের জন্য দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধরনা দিলেও  বছরের পর বছর শুধু আশ্বাসেই মিলছে। ব্রীজটি হলে ব্যবসা বাণিজ্যের প্রসারসহ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে বলে তারা জানান।

ডোমার উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম জানান, এ ব্যাপারে খোঁজ দিয়ে ব্রীজের প্রয়োজনীয়তা সাপেক্ষে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

এআর

Wordbridge School
Link copied!