• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে গিয়ে বিমানবন্দরে আটক বরিশালের আ.লীগ নেতা


বরিশাল প্রতিনিধি   মে ১, ২০২৫, ০৭:৩১ পিএম
যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে গিয়ে বিমানবন্দরে আটক বরিশালের আ.লীগ নেতা

বরিশাল: যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে গিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বরিশাল বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, চাখার এলাকার এক বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজির মামলায় মাওলাদ হোসেন সানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। গ্রেপ্তার দেখানোর পর বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটকের খবরে বানারীপাড়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সানার ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা শুধু আওয়ামী লীগ নেতা নন, তিনি বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

তিনি আগে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এআর

Wordbridge School
Link copied!