• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালন


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মে ১, ২০২৫, ০৭:৫৮ পিএম
ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালন

পাবনা: ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) মে দিবসের নানা কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশাল শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি শহরের আলহাজ্ব মোড় থেকে শুরু হয়। সেখান থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে রেলগেট ট্রাফিক মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা, রেলওয়ে শ্রমিক দল, রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, নেসকো শ্রমিক দল, রিকশাচালক, সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পৃথক রেলি বের করে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, শ্রমিকদল নেতা আহসান হাবিব, বিএনপি নেতা হুমায়ন কবির দুলাল, আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান পলাশ, আজিজুর রহমান শাহীন, এসএম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, ইসলাম হোসেন জুয়েল, সাবেক ছাত্রদল নেতা ভিপি রেজাউল করিম শাহীন, আনোয়ার হোসেন জনি, রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী।

শোভাযাত্রা শেষে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের পর সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু, আহসান হাবিব, মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।

এ দিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১০টায় শোভাযাত্রার পর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস। 

এআর

Wordbridge School
Link copied!