বরিশাল: সরকারি তিন দিনের ছুটিকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে বরিশালের বিনোদন কেন্দ্রগুলো। সরকারি ছুটি আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে পরিবার-পরিজন নিয়ে নগরীর মানুষ ছুটে গেছেন শহরের নানা বিনোদন স্পটে। সকাল থেকেই নগরীর প্রতিটি পার্ক ও দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বেলেস পার্ক, প্লাটেন পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও ত্রিশ গোডাউনসহ নানা স্থানে দেখা গেছে আনন্দঘন পরিবেশ। বছরের অন্যান্য সময় যেসব জায়গায় সেভাবে দর্শনার্থীদের দেখা যায় না, এই তিনদিনে সেখানে যেন জনস্রোত নেমে এসেছে।
দর্শনার্থীদের মতে, এমন ছুটির দিন তাদের পরিবার নিয়ে মানসিক প্রশান্তির সুযোগ এনে দেয়। এক দর্শনার্থী সানজিদা ইসলাম মিম জানান, সারাবছর কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই ছুটির সময়টুকু পরিবারকে দিই। বাচ্চারা খুশি, আমরাও প্রশান্তি পাচ্ছি।
অপর একজন দর্শনার্থী রিয়াজুর কবির জানান, আমার সন্তানরা পার্কে ঘুরে বেড়াচ্ছে, খেলছে। আমরা বড়রাও স্বস্তি অনুভব করছি।
এই আনন্দঘন পরিবেশ শুধু নগরবাসীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। জেলার বিভিন্ন উপজেলা ও পাশের জেলা থেকেও বহু মানুষ বরিশালের বিনোদন স্পটগুলোতে ভিড় করেছেন। পরিবারগুলোর মতে, এমন সময়গুলো একসাথে কাটানোই তাদের জন্য সবচেয়ে আনন্দের।
নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও ছিল প্রশংসনীয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা জোরদার করে দর্শনার্থীদের নিরাপদ রাখার জন্য অতিরিক্ত টহলের ব্যবস্থা করে।
এ বিষয়ে পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম জানান, ছুটিতে মানুষের ভিড় বাড়বে সেটা আমরা আগেই বুঝেছিলাম। তাই নগরীর সব বিনোদন স্পটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।
বরিশালের সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা আশা প্রকাশ করেছেন, এমন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ যেন ভবিষ্যতেও বজায় থাকে। প্রত্যেক ছুটিই যেন হয়ে ওঠে এমন আনন্দের উৎসব।
এআর







































