• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমান্তে টিকটক বানাতে গিয়ে আটক মামা-ভাগনেকে ফেরত দিলো বিএসএফ


লালমনিরহাট প্রতিনিধি মে ৩, ২০২৫, ০৩:৪৯ পিএম
সীমান্তে টিকটক বানাতে গিয়ে আটক মামা-ভাগনেকে ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাট: সীমান্তে টিকটিক ভিডিও বানাতে গিয়ে আটক হওয়া মামা-ভাগনেকে প্রায় ৮ ঘণ্টা পর গভীর রাতে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৩ মে) দিনগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে বিএসএফ তাদের ফেরত পাঠায়। 

এরআগে শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত ঘেষা চা বাগানে টিকটক ভিডিও বানাতে গিয়ে ওই মামা-ভাগনে বিএসএফ সদস্যদের হাতে আটক হন।

ফেরত আসা বাংলাদেশীরা হলেন, পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ারভিটা এলাকার মোস্তাকের ছেলে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন (১৭) ও তার মামা বগুড়ার বাসিন্দা সাজেদুল ইসলাম।  

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়ার এপাড়ে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে ভিডিও বানাতে যান রিমন ও তার মামা সাজেদুল। এসময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। এ ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে বিজিবির পক্ষ থেকে তাদের নিরাপদে ফেরত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়। এরপর রাতেই উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ফেরত দিতে রাজি হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল সাংবাদিকদের জানান, আটকের পর বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। দেশে ফিরে আসার পর তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে তারা সারা দেয়। এরপর পতাকা বৈঠকের পর বিএসএফ এর হেফাজতে থাকা দুজনকে রাতেই তারা ফেরত দিয়েছেন।

আইএ

Wordbridge School
Link copied!