• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সোনারগাঁওয়ে মহাসড়কে আ’লীগ কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মে ১৫, ২০২৫, ০৬:২৯ পিএম
সোনারগাঁওয়ে মহাসড়কে আ’লীগ কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁও: মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা আওয়ামী লীগ কার্যালয়, ফলের, মিষ্টির দোকানসহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার সেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এর আগে ১২ ফেব্রুয়ারি এসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। গত তিন মাসের ব্যবসাধানে পুনরায় দখল হয়ে যায়।   

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তর পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে তিনটি কাঁচাবাজারসহ প্রায় দুই হাজারের অধিক অবৈধ দোকানপাট গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালীরা।

আওয়ামী লীগের শাসন আমলে একটি গ্রুপ মহাসড়কের জমি ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগের গ্রুপ আত্মগোপনে যাওয়ার পর বর্তমানে বিএনপির একটি গ্রুপ একই পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজির পরিবর্তন হয়নি। 

প্রশাসন এ চাঁদাবাজির সুযোগ করে দিচ্ছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী সমাধান না করে উচ্ছেদ করায় ব্যবসায়ীরা তাদের সংসার চালাতে টাকার বিনিময়ে মহাসড়কের ফুটপাতে দোকান অবৈধভাবে গড়ে তুলছেন। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, মোগরাপাড়া এলাকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান সাংবাদিকদের বলেন, মোগরাপাড়া চৌরাস্তায় আগেও উচ্ছেদ অভিযান করা হয়েছে। তিন মাসের ব্যবধানে দখল হয়ে গেছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয় অভিযোগ রয়েছে। প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে দোকান বরাদ্ধের চেষ্টা করা হবে।

এআর

Wordbridge School
Link copied!