• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফয়জুল করীম

জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের এখতিয়ার ইউনূস সরকারের নেই


লক্ষ্মীপুর প্রতিনিধি  মে ২৪, ২০২৫, ১১:২৮ এএম
জনগণের অনুমতি ছাড়া পদত্যাগের এখতিয়ার ইউনূস সরকারের নেই

লক্ষ্মীপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। ইউনূস সরকারকে বলবো- ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছে করে বসেননি। সেখানে জনগণ আপনাকে বসিয়েছে। সেখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নেই। যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছে করলেই সেখান থেকে চলে যাবেন, এটা শান এবং মানের সঙ্গে সামঞ্জস্য হয় না। জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের ইচ্ছেতেই আপনি নামতে পারবেন। জনগণের ইচ্ছের আগে আপনি সেখান থেকে নামতে পারবেন না।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে ইসলামী যুবদলের সদর উপজেলার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, জনগণ শান্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে (ড. ইউনূস) সেখানে বসিয়েছে। মানুষ সংস্কার চায়৷ সংস্কার করার জন্য আপনাকে বসিয়েছে। আপনি ইচ্ছে করলে পদত্যাগ করবেন, ইচ্ছে করলে ছেড়ে যাবেন, ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন, আমরা জানি আপনি চান না। কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়া আপনার ব্যক্তিগত বিষয় নয়। আপনার থাকা এবং না থাকা বাংলাদেশের জনগণের বিষয়, দেশের বিষয়।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে। ভারতের প্রত্যেকটি জনগণ হাসবে, মোদি সরকার খিলখিল করে হাসতে থাকবে, এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না। বরং আপনি এমন সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে। স্বাধীনতা উপভোগ করবে। আমরা ভারতের জিঞ্জিরায় আবদ্ধ ছিলাম। তাদের পরানো জিঞ্জির থেকে আমরা মুক্ত হতে চাই।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সভাপতি শরাফত করীম জিহাদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুর জাহের আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি জহির উদ্দিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান ও সেক্রেটারি শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ।

এসআই

Wordbridge School
Link copied!