লক্ষ্মীপুর: বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, অবিশ্বাসীরা সবসময় আশেপাশে থাকে, অবাধে অবিশ্বাসীরা সবসময় ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করতে চায়।
নিজের সফলতাকেও উনারা নষ্ট করে দেয়, এরকম মানুষও আছে। বাংলাদেশ সবসময়ই এসব সমস্যার মুখোমুখি হয়েছে।
আশা করি আগামি ১৫ দিনের মধ্যে আমাদের নেতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস বিচার ব্যবস্থার রোডম্যাপ দেবেন। জুলাই ঘোষণাপত্র দেবেন। নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড নেতা নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য।
আশরাফ উদ্দিন নিজান বলেন, দলের কর্মী হিসেবে নয়, একজন রাজনীতিবিদ ও ফিলোসোফির ছাত্র হিসেবে এটি আমি বিশ্বাস করি। আগামি দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের আকাশ একদম চকচকে হয়ে যাবে।নির্বাচনের জন্য সবাই নেমে যাবে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সকল বিশ্বাস অবিশ্বাস কেটে যাবে।
তিনি আরও বলেন, ১০ শতাংশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ ড. ইউনুসকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে এনেছেন।
সারাবিশ্ব যাকে ভালো মানুষ মনে করেন, উনার থ্রি জিরো ফিলোসোফি সারা বাংলাদেশে সমাদৃত। সেই মানুষ কাউকে স্টাবলিশ করার জন্য নির্বাচন নিয়ে কিছু করতে পারেন তা আমি বিশ্বাস করি না।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, রামগতি উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন, রামগতি পৌর বিএনপির আহবায়ক সাহেদ আলী পটুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এআর







































