• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার, কারাগারে প্রেরণ


ঝালকাঠি প্রতিনিধি জুন ২২, ২০২৫, ০৮:৩৫ পিএম
পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার, কারাগারে প্রেরণ

ঝালকাঠি: নলছিটিতে পরকীয়া ও স্বর্ণালঙ্কার চুরির মামলায় এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন)  নলছিটি থানা পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন, নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আ. ছালাম হাওলাদারের কন্যা নাছরিন আক্তার (২৩) ও মো. এমাদুল হকের পুত্র মো. জাহিদুল ইসলাম (২৫)।

বাদীর আইনজীবী এ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রোববার (২২ জুন) দুপুরে তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা তার অনুপস্থিতিতে স্ত্রী নাছরিনের পরকীয়ায় জড়িয়ে পড়া, প্রেমিককে বাড়িতে এনে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।

ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে।

এআর

Wordbridge School
Link copied!