• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
গিয়াস উদ্দিন

সোনারগাঁয়ের নেতাকর্মীরা চায় আমি যেন এই আসন থেকে নির্বাচন করি


সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি জুন ২২, ২০২৫, ০৯:৩২ পিএম
সোনারগাঁয়ের নেতাকর্মীরা চায় আমি যেন এই আসন থেকে নির্বাচন করি

সোনারগাঁ: বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, 'সোনারগাঁয়ের নেতাকর্মীরা চায় আমি যেন এই আসন থেকে নির্বাচন করি। 

যাকে দলীয় মনোনয়ন দেয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। ছোট মন নিয়ে বড় পদ লাভ করা যায়না, এমপি হতে চাইলে উদার মনের অধিকারী হতে হবে। সোনারগাঁয়ের মানুষ যে মূল্যায়ণ আমাকে করেছেন, তার যথাযথ সম্মান আমি রাখবো'।

সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধানের সভাপতিত্বে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগীতায় রবিবার দুপুরে মেঘনা শিল্পাঞ্চলের কাদিরগঞ্জ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল প্রমুখ।

এআর

Wordbridge School
Link copied!