কুষ্টিয়া: জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট করায় কুষ্টিয়ায় ফারজুল ইসলাম (রনি) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ফারজুল ইসলাম জুলাই বিপ্লব নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ৯টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, কনস্টেবল ফারজুল ইসলাম রনি জুলাই অভ্যুত্থান নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পিএস







































