• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেত্রকোনায় ১৪ দিন ধরে নিখোঁজ যুবদল নেতাকে ফিরে পেতে বিএনপির বিক্ষোভ


নেত্রকোনা প্রতিনিধি জুলাই ১৫, ২০২৫, ০৯:২১ পিএম
নেত্রকোনায় ১৪ দিন ধরে নিখোঁজ যুবদল নেতাকে ফিরে পেতে বিএনপির বিক্ষোভ

নেত্রকোনা: গত ১৪ দিন ধরে নিখোঁজ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমকে (৩০) অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কেন্দুয়া পৌরশহরে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। 

এতে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, সাধারণ সম্পাদক মজিনুর রহমান ভূঞা মজনুসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সমাবেশে বক্তব্য দেন ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, নিখোঁজের ১৪ দিন হয়ে গেলেও আমরা আমাদের নেতা শামীমের কোনো সন্ধান পাচ্ছি না। তাই আমরা তাকে ফিরে পেতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের নেতা শামীমকে খুঁজে বের করতে সক্ষম হবে।

তবে পরিকল্পিতভাবে যুবদল নেতা শামীমকে গুম করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের আক্কাস মিয়ার ছেলে রফিকুল ইসলাম শামীম গত ২ জুলাই দিনগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মডেল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফিরে যাননি। 

এ ঘটনার পরদিন গত ৩ জুলাই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করা হয়। এরইমধ্যে গত ৫ জুলাই রাতে স্থানীয় গৈচাসিয়া এলাকার একটি খাল থেকে নিখোঁজ শামীমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হওয়ার ১৪ দিন পেরিয়ে গেলেও শামীমের কোনো সন্ধান করতে পারছে না পুলিশ। 

এআর

Wordbridge School
Link copied!