• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বগুড়ায় শাশুড়ি-বউকে গলা কেটে হত্যা


বগুড়া প্রতিনিধি জুলাই ১৭, ২০২৫, ১০:০০ এএম
বগুড়ায় শাশুড়ি-বউকে গলা কেটে হত্যা

বগুড়া : বগুড়ায় শাশুড়ি ও তার ছেলের বউকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ননদ গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন লাইলী বেগম (৬৫) এবং তার পুত্রবধূ হাবিবা খাতুন (২২)। এ ঘটনায় গুরুতর আহত লাইলী বেগমের মেয়ে বন্যা আক্তার (১৬)।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে লাইলী বেগমের বাসায় একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা বাসায় প্রবেশ করে প্রথমে লাইলী বেগমকে গলা কেটে হত্যা করে। পরে তার পুত্রবধূ হাবিবা আক্তারকেও গলা কেটে হত্যা করে। এগিয়ে আসলে হাবিবার ননদকেও এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!