• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২৫, ০৪:১০ পিএম
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪জন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-জাহিদ, তার স্ত্রী ও তাদের সন্তান। অন্য জনের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজির সঙ্গে সংঘর্ষে হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জাহিদ ও তার ছেলে। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, “দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।”

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান বলেন, “ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

পিএস

Wordbridge School
Link copied!