খুলনা : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা খুব তাড়াতাড়ি গেজেট আকারে প্রকাশ করা হবে। এর ফলে ভবির্ষতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সহজে চাকরি হারানোর ভয় থাকবে না।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনার নুরনগরস্থ মেট্রোপলিটন মডেল মসজিদে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনরা নির্দিষ্ট হারে মাসিক বেতন পাবেন। গত বছর সরকার আর্থিক সচ্ছলতার জন্য ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রায় চার কোটি টাকা অনুদান দিয়েছে।
তিনি বলেন, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ হয়েছে। অবশিষ্টগুলোর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন। এসব মসজিদের মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং একতাবোধ প্রতিষ্ঠা হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে এসব মসজিদ কার্যকর ভূমিকা রাখবে। একটি ভ্রাতৃত্বপূর্ণ আবহ তৈরি হবে মসজিদের মাধ্যমে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে রক্ষা করে। এর ফলে সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেক কমে যায়।
পিএস







































