• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত নেতার মৃত্যু

দোয়া মাহফিলে যোগ দিতে ঈশ্বরদী যাচ্ছেন জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা


ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি জুলাই ২২, ২০২৫, ১২:১৯ পিএম
দোয়া মাহফিলে যোগ দিতে ঈশ্বরদী যাচ্ছেন জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা

ছবি : সংগৃহীত

পাবনা: ঈশ্বরদী থেকে জামায়াতে ইসলামের ঢাকার সমাবেশে যাওয়ার পথে সমাবেশের আগের দিন রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান ঈশ্বরদীর জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস। দলের কর্মীর দোয়া মাহফিলে যোগ দিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) পাবনার ঈশ্বরদীতে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল রহমান।

দলীয় সূত্রে জানা যায়, ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার পথে ১৮ জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস। তার দোয়া মাহফিলে যোগ দিতে জামায়াতের আমিরসহ কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে আসছেন আজ।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মো. সাইদুল ইসলাম জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঈশ্বরদীতে আসবেন। এরপর তিনি উপজেলার মিরকামারীতে মরহুম কলম বিশ্বাসের কবর জিয়ারত করবেন এবং তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করবেন। এরপর দুপুর ২টায় ঈশ্বরদীর পৌর শহরের আলহাজ্ব উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে যোগ দেবেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতে আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামানিক।

এসআই

Wordbridge School
Link copied!