• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা

নিহতদের স্মরণে রাজাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত


ঝালকাঠি প্রতিনিধি  জুলাই ২২, ২০২৫, ০১:০৭ পিএম
নিহতদের স্মরণে রাজাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ঝালকাঠি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ মঙ্গলাবার (২২ জুলাই) সকালে ঝালকাঠির রাজাপুরের ৩০ নম্বর রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত সকলে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, "এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন।"

দোয়া মাহফিলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও চোখের জল ধরে রাখতে পারেননি। তারা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সরকারি সহায়তার দাবি জানান।

উল্লেখ্য, দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক প্রাণ হারান, যা সারাদেশে গভীর শোকের ছায়া ফেলেছে।

এসআই

Wordbridge School
Link copied!