• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চরবাড়িয়ায় সরকারি খাল দখল, একাধিক পাকা দোকান গুঁড়িয়ে দিলেন ভূমি কর্মকর্তারা


বরিশাল অফিস  আগস্ট ৩, ২০২৫, ০৯:০৫ পিএম
চরবাড়িয়ায় সরকারি খাল দখল, একাধিক পাকা দোকান গুঁড়িয়ে দিলেন ভূমি কর্মকর্তারা

বরিশাল: চরবাড়িয়া ইউনিয়নের লামচরী এলাকার রাজা বাজারে সরকারি খালের জায়গা দখল করে নির্মাণাধীন চারটি একতলা পাকা দোকানঘর গুঁড়িয়ে দিয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহীন আলম। 

স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল ও আমিন ভাই ভাই, উভয়ের পিতা হযরত আলী মৃধা। মামুন ও সোলায়মান ভাই ভাই, উভয়ের পিতা মাহাবুর মৃধা এই ৪ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি খালের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা চালিয়ে আসছিলেন। শুরুতে তাদের নিষেধ করা হলেও তারা প্রশাসনের কোনো কথায় কর্ণপাত না করে দখল কার্যক্রম চালিয়ে যান।

জমি দখলের বিষয়টি জানতে পেরে চরবাড়িয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহীন আলম একাধিকবার উপস্থিত হয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এবং সতর্ক করেন। পরে তিনি বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে বিষয়টি অবহিত করেন।

তারই নির্দেশে রোববার (৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে চারটি পাকা দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় জনগণের সহায়তায় এ উচ্ছেদ অভিযান কার্যকরভাবে সম্পন্ন হয়।

চরবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহীন আলম বলেন, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বারবার নিষেধ করা হলেও তারা কথা শোনেননি। তাই আমরা বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতে যারা সরকারি জমি দখল করবে, তাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি শুধু আইন প্রয়োগ নয়, জনগণের অধিকার ও প্রাকৃতিক সম্পদ রক্ষার অংশ হিসেবেই আমাদের এ উদ্যোগ। সরকারি খাল দখল করে কেউই পার পাবে না।

এআর

Wordbridge School
Link copied!