• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা


খাগড়াছড়ি প্রতিনিধি আগস্ট ২১, ২০২৫, ০২:৪০ পিএম
খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুর্বৃত্তদের হাতে মা ও মেয়ে নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রায়হানা আক্তার (৪২)। স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময়ে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার সময় ঘরে মা-মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না।

স্থানীয়রা জানায়, পরিবারে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। হত্যার উদ্দেশ্য ও কারা জড়িত থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এসআই

Wordbridge School
Link copied!