ছবি: প্রতিনিধি
নেত্রকোনা: নেত্রকোনায় পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত মধ্যরাতে জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের মাজাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাবেক ইউপি সদস্য দুজাহান ও নূর মোহাম্মদ।
রোববার (৩১ আগস্ট) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির সম্মেলন শেষে শনিবার মধ্যরাতে বাড়ি ফিরছিলাম সাবেক ইউপি সদস্য দুজাহান। পথে মৌগাতি এলাকায় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এ ঘটনার জেরে গ্রামের বাড়িতে হামলা করলে আরো চারজন গুরুতর আহত হন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে আরো একজন মারা যান। আহত অন্য তিনজনের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জিআর/এসআই







































