• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার


টাঙ্গাইল প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:৫৬ এএম
গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঢাকা: গণঅভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানায় দায়িত্বরত ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকায় আদালতে পিটিশন মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।

এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, ওয়ারেন্ট আসার পর আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে।

এসআই

Wordbridge School
Link copied!