• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্পীডবোড দুর্ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার


নেত্রকোনা প্রতিনিধি সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:৪৮ পিএম
স্পীডবোড দুর্ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে গত শুক্রবার দুপুরে মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে স্পীডবোট উল্টে ৩ শিশু ও এক নারী নিখোঁজ হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ময়মনসিংহের ডুবুরি দল। নিখোঁজের ২৪ ঘণ্টা পর উষা মনি (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ধনু নদের চরপাড়া এলাকায় ভাসমান অবস্থায় শিশু উষা মনির মরদেহ উদ্ধার করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল অন্যদের লাশ উদ্ধারের কার্যক্রম পরিচালনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

অন্য নিখোঁজরা হলেন, খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে শিশু লায়লা (৭) ও সামসু মিয়ার মেয়ে শিশু সামিয়া (১১)।

এর আগে, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত একটি স্পীডবোট ইটনা থেকে আনা হয়। বোটে বিয়ে বাড়ির ১৫ জন স্বজন মিলে শুক্রবার দুপুরে ধনু নদে ঘুরতে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। মাছ ধরার একটি ডিঙি নৌকার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় স্পীডবোটটি। এ সময় তিন শিশু এক নারীসহ ৪ জন নিখোঁজ হন।

এসআই

Wordbridge School
Link copied!