পিরোজপুরের ইন্দুরকানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দুরকানী বাজারে শেষ হয়।
মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওঃ আলী হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল। এছাড়া বক্তব্য দেন ইন্দুরকানী সদর ইউনিয়ন আমীর মাওঃ খয়রুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকির হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে জামায়াতের দাবিগুলো বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই।
এ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসএইচ







































