• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগেরহাটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৬:৫৭ পিএম
বাগেরহাটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলা গ্রামীণ সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান হাওরাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক শাকিল হাওলাদারও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের বড়ইতলা মসজিদের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শরণখোলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উভয়কে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথেই দুপুর ২টার দিকে শাহজাহান হাওরাদার মারা যান। আহত মোটরসাইকেল চালক শাকিল হাওলাদার বর্তমানে খুলনা মেডিক্যালে ভর্তি আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান হাওরাদার নিজ জমিতে সার ও কীটনাশক দিয়ে বাড়ি ফেরার পথে সড়কে ওঠেন। সেই সময় শাকিল হাওলাদার বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বৃদ্ধের সঙ্গে ধাক্কা খেয়ে দুজনই গুরুতর আহত হন।

শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবর আমরা শুনেছি। তবে হতাহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএইচ
 

Wordbridge School
Link copied!