• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত ছেড়ে ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান


ভোলা প্রতিনিধি সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:০৪ পিএম
জামায়াত ছেড়ে ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ভোলা: চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতা ও কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

এ উপলক্ষে চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে জামায়াত থেকে আসা নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

তাদের মতে, বিএনপির কার্যক্রম এলাকাবাসীর কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আ. ন. ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাওলানা মো. ওমর ফারুককে এক বছর আগে দল (জামায়াত) থেকে বহিষ্কার করা হয়েছে। এক বছর পর কোনো দলে যোগদান করা তার ব্যক্তিগত বিষয়। তার সঙ্গে  যোগ দেয়া অন্যরা কখনও জামায়াতে ইসলামীর রাজনীতি করেননি বা কোনো পদপদবীতেও ছিলেন না।

এসএইচ

Wordbridge School
Link copied!