• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে জরাজীর্ণ কাঠের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের


বরিশাল ব্যুরো অক্টোবর ৪, ২০২৫, ০৪:০৮ পিএম
বরিশালে জরাজীর্ণ কাঠের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

ছবি প্রতিনিধি

বরিশাল: আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন একটি জরাজীর্ণ কাঠের সাঁকোর মাধ্যমে। বহুবার দাবি জানানোর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ এলাকায় স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেননি।

সরেজমিনে দেখা গেছে, গৈলা ইউনিয়নের রাহুতপাড়া ও কাঠিরা গ্রামের খালের ওপর স্থানীয়রা নিজ উদ্যোগে নির্মাণ করেছেন এই কাঠের সাঁকো। সাঁকোটি দিয়েই স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, মন্দিরের ভক্তসহ অন্তত ১০ গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করছেন। তবে প্রতিনিয়ত ঝুঁকি ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, এ এলাকায় অন্তত পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে আর কোনো সেতু নেই। ফলে কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগী পরিবহন সবক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে। স্থানীয় যুব সমাজ প্রতিবছর নিজের অর্থ ও শ্রম দিয়ে সাঁকোটি সংস্কার করলেও দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না।

স্থানীয় চিকিৎসক ডা. প্রশান্ত রায় বলেন, ‘২০০২ সালে প্রথম এই সাঁকো তৈরি করা হয়। সেই থেকে আমরা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি, কিন্তু দাবি আজও পূরণ হয়নি।’

একই গ্রামের লিমন সরদার বলেন, ‘একটি ব্রিজের অভাবে কৃষি উৎপাদন, শিক্ষার্থীদের পড়াশোনা এবং গ্রামের যাতায়াত সব ব্যাহত হচ্ছে। গাড়ি প্রবেশ করতে না পারায় ছেলে-মেয়েদের বিয়েও সমস্যা সৃষ্টি করছে।’

আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, ‘এ বিষয়ে আমার জানা ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি অবহিত করেননি। তবে শিগগিরই সরেজমিন পরিদর্শন করে সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।’

এসএইচ

Wordbridge School
Link copied!