টেলিভিশন সাংবাদিকদের সংগঠন মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরাম-এর ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে ফোরামের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের সুমন আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন বিজয় টিভির কামরুল হাসান রাব্বি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রূপসী বাংলা টিভির তুহিন ফয়েজ।
সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজধানী টিভির আব্দুল লতিফ মিয়াজী। কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভির ফারুক হোসেন, চ্যানেল এস-এর মনিরুল ইসলাম মনির, মাই টিভির মো. দ্বীন ইসলাম এবং নিউজ ২১ বাংলার জাকির হোসেন বাদশা।
মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে ও সদস্য মো. দ্বীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এসএইচ







































