• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিস্তার পানি বিপৎসীমার নিচে, বাড়ী ফিরতে শুরু করেছে মানুষ


নীলফামারী প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৫, ১০:০৯ এএম
তিস্তার পানি বিপৎসীমার নিচে, বাড়ী ফিরতে শুরু করেছে মানুষ

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে রবিবার রাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ সোমবার ভোর থেকে পানি কমতে শুরু করেছে। সকাল ৯টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে অন্যত্র আশ্রয় নেয়া মানুষজনও নিজ বাড়ীতে ফিরতে শুরু করেছেন ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে সোমবার সকাল ৬ টায় ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল ৯টা থেকে ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছ তিস্তার পানি।

এর আগে রবিবার (৫ অক্টোবর) রাত ১টায় তিস্তার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তায় হু হু করে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকায় লাল সংকেত জারি করে তিস্তাপারের মানুষজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং শুরু করেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এসময় তিস্তা ব্যারেজের ফাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হুমকির মুখে পড়ে এটি।

রাতে ডিমলা উপজেলার ১৫টি চরগ্রামসহ নিম্নাঞ্চলের মানুষজনের ঘর-বাড়িতে পানি উঠে। তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকার রোপা আমনসহ উঠতি ফসলের জমি। পরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ উচু স্থানে আশ্রয় নেয় ওইসব এলাকার মানুষজন।
   
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সোমবার সকাল ৯টা থেকে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এ অঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

এম

Wordbridge School
Link copied!