• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করব : সারজিস


নাটোর প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৫, ০৫:১৬ পিএম
শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করব : সারজিস

ছবি : সংগৃহীত

নাটোর : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করব। অন্য কোনো অপশন নেই।”

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় এনসিপির জেলা কমিটি আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। 

সারজিস আলম বলেন, “আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, তারা যেন তাদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়। যে রাজনৈতিক দল যে মার্কাটা নিয়ে জনগণের কাছে যেতে পারবে, ওই ধরনের মার্কা আমরা লিস্টে যুক্ত করতে বলব।

তিনি বলেন, যে মার্কাগুলো হাসির খোরাক যোগায়, সেই মার্কাগুলো বাদ দিতে অনুরোধ করব। এই নির্বাচন কমিশন যদি তাদের সক্রিয়তা বজায় রাখতে না পারে বা কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায়সঙ্গত অধিকারটা না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়; আমরা মনে করি, এই কমিশন আগামী নির্বাচনে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। যে নির্বাচনে কমিশন একটা দলকে মার্কা দেওয়ার মেরুদণ্ড দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের ওপর আমরা কীভাবে আস্থা রাখব?”

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা পার্বত্য জেলা বলতে তিনটি পাহাড়ি জেলাকে বুঝি। এগুলো বাংলাদেশের অংশ, দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দেশের ভিতর থেকে হোক অথবা দেশের বাইরে থেকে হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 

পিএস

Wordbridge School
Link copied!