ছবি প্রতিনিধি
বরিশাল: অবিশ্বাস্য হলেও সত্য-বরিশালে একসাথে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে এ বিরল ঘটনাটি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে। জন্মের পরপরই মা ও সন্তানদের অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকরা তাদের হাসপাতালের পর্যবেক্ষণে রেখেছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, ‘একসাথে পাঁচ নবজাতকের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। সৌভাগ্যক্রমে পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও সন্তান সবাই সুস্থ আছেন।’
লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় ও হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। নবজাতকদের একনজর দেখতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই।
স্থানীয়রা ঘটনাটিকে ‘অলৌকিক’ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়ে গেছে। অনেকেই মা ও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।
এসএইচ







































