• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামালপুরে প্রিয়জনের কবর পানির নিচে-দায় কার?


জামালপুর প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৫, ০৯:১৮ পিএম
জামালপুরে প্রিয়জনের কবর পানির নিচে-দায় কার?

মুন্তাসির রহমান সাদাফ এর ফেসবুক পেইজ থেকে

জামালপুর পৌর কবরস্থানের প্রায় প্রতিটি কবরই এখন পানির নিচে। কোথাও দেখা নেই কোনো দায়িত্বশীলের। এমন করুণ পরিস্থিতিতেও উদাসীন পৌর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কবরস্থানটির নিকাশি ব্যবস্থা অচল হয়ে আছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে কবরের ওপর। এতে প্রিয়জনদের কবর দেখতে গিয়ে স্বজনদের পড়তে হচ্ছে চরম কষ্টে।

এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এখানে আমার বাবা-মায়ের কবর আছে। সন্তানের চোখে বাবা-মার কবর পানির নিচে তলিয়ে যেতে দেখা ভীষণ কষ্টের।’

তিনি আরও বলেন, ‘তৎকালীন মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু যখন কবরস্থান উঁচু করার উদ্যোগ নেন, তখন অনেকে তার বিরোধিতা করেছিলেন, মামলা পর্যন্ত হয়েছিল। আজ সেই ‘সুশীল’ সমাজের কেউ আর মুখ খুলছেন না।’

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি।

এসএইচ
 

Wordbridge School
Link copied!