• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঋণ শোধে ব্যর্থ, তাই কি এমন নিগ্রহ?


কুমিল্লা প্রতিনিধি  অক্টোবর ৮, ২০২৫, ১১:২৮ এএম
ঋণ শোধে ব্যর্থ, তাই কি এমন নিগ্রহ?

ছবি: সাংবাদিক আরমানের ফেসবুক থেকে নেওয়া

কুমিল্লা: বিদেশে ছেলেকে পাঠানোর জন্য দুই বছর আগে এলাকার এক ব্যক্তি থেকে সুদের ওপর টাকা ধার নেওয়া বৃদ্ধ আলী আকবরকে (৭০) ঋণ পরিশোধ করতে না পারায় বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে।

ভুক্তভোগী আলী আকবর দুই বছর আগে একই এলাকার বোরহান নামের এক ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা ধার নেন। সময়মতো ঋণ শোধ করতে না পারায় সুদের পরিমাণ বাড়তে বাড়তে দেড় লাখ টাকায় পৌঁছায়। সোমবার ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বোরহান তাকে প্রকাশ্যে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে এই অমানবিক অবস্থায় তাকে থাকতে হয়।

এ ঘটনায় অপমান সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন আলী আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, সুদের টাকার চাপে অনেকে মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হওয়া প্রয়োজন।

এদিকে, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এসএইচ

Wordbridge School
Link copied!