• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভিক্ষুক বৃদ্ধার কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার, সিরাজগঞ্জে চাঞ্চল্য


সিরাজগঞ্জ প্রতিনিধি অক্টোবর ৯, ২০২৫, ০৪:৫৪ পিএম
ভিক্ষুক বৃদ্ধার কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার, সিরাজগঞ্জে চাঞ্চল্য

ছবি প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় দীর্ঘ ৪০ বছর ধরে ভিক্ষা করে চলা ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগমের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে স্থানীয়রা সেই টাকা গণনা করতে গিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন এবং নিজের প্রয়োজনের জন্য প্রায় কখনোই টাকা খরচ করতেন না। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলে বারান্দায় একাই থাকতেন। তাঁর একমাত্র মেয়ে মোছা. শাপলা খাতুন এবং তার স্বামী রিকশাচালক মোঃ শহিদুল ইসলাম।

মোছা. শাপলা খাতুন বলেন, ‘মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে এত টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।

মোঃ শহিদুল ইসলাম জানান, “তিনি অসুস্থ ছিলেন। আমি বলেছিলাম, তার চিকিৎসা করাবো, কিন্তু তিনি কার কাছে কত টাকা আছে তা বলতে চাইতেন না। আজ এলাকাবাসী গিয়ে তার বারান্দার নিচ ও আশপাশ থেকে টাকা উদ্ধার করেছে। এখন সবাই মিলে টাকাগুলো গুনছে।”

স্থানীয়রা জানাচ্ছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে টাকার পরিমাণ দুই থেকে আড়াই লাখ টাকা হতে পারে। মোঃ রাশেদুল ইসলাম আলম বলেন, “তিনি দুই মাস ধরে অসুস্থ ছিলেন। আগে ধারণা ছিল কিছু টাকা আছে, পরে স্থানীয়রা গিয়ে দুই বস্তা টাকা উদ্ধার করেছে। কিছু টাকা নষ্ট হয়ে গেছে। এখন টাকাগুলো গোনা হচ্ছে এবং তা তার চিকিৎসায় ব্যয় করা হবে।”

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শিপু বলেন, “ভিক্ষুক দীর্ঘ ৪০ বছর ধরে টাকা সংরক্ষণ করেছেন। বর্তমানে তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে টাকাগুলো গণনা করছে। সবাই সম্মত হয়েছে, টাকাগুলো তার চিকিৎসায় ব্যয় করা হবে।”

এসএইচ

Wordbridge School
Link copied!