চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়স্থ মিলনায়তনে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। তিনি বলেন, ২০০৮ সালের পর থেকে দেশে বৈদেশিক ঋণ বৃদ্ধি এবং কর্মসংস্থানের অভাবের কারণে অর্থনৈতিক গতিশীলতা যথাযথভাবে সচল হয়নি।
নজরুল ইসলাম বলেন, ২৪ জুলাই বিপ্লবের পর দেশের তরুণরা রাজপথে নেমে আসে। শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, শিল্পপতি ও সংবাদকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। তবে স্বৈরাচারের দোসররা আজও সক্রিয় থাকায় অর্থনৈতিক ও সামাজিক সংস্কার বাস্তবায়নে বাধা রয়েছে। তিনি ব্যবসায়ী ও শিল্পপতিদের অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক নেতৃত্বের সরকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক গতিশীলতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি ও বাংলাদেশ আইবিডাব্লিউএফ কেন্দ্রীয় সহসভাপতি ডা. এ কে এম ফজলুল হক বলেন, দেশের সংকটময় সময়ে গণদাবি আদায়ে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ব্যবসায়ী ও শিল্পপতিদের এগিয়ে আসলে ৫ দফা বাস্তবায়ন সম্ভব হবে এবং তা টেকসই হবে।
সভায় চট্টগ্রাম মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শিল্পপতি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএইচ







































