• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের বালু অবাধে চুরি


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি অক্টোবর ১৫, ২০২৫, ০৬:১৯ পিএম
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের বালু অবাধে চুরি

ছবি: সোনালীনিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণে ব্যবহৃত সুরকি মিশ্রিত বালু রাতের আঁধারে চুরি হচ্ছে। বুধবার (১৫ অক্টোবর) এলাকায় বালুসহ একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। ঘটনার সঙ্গে জড়িত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাতেন মিয়ার ছেলে আব্দুন নূর ইসলাম বাদল। একই এলাকার শফি মিয়ার ছেলে জাকির ওরফে বালু জাকির এবং জাফরের ছেলে অহিউদ্দিনও সিন্ডিকেট করে সরকারি মাটি ও বালু চুরি করে অন্যত্র বিক্রি করছে।

স্থানীয়দের অভিযোগ, যখন বিষয়টি এলাকায় প্রকাশ পায়, মাটি চোর বাদল ও তার সহযোগীরা গা ঢাকা দেয়। সড়েজমিনে দেখা যায়, গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মেসার্স আব্দুল নূর এন্টারপ্রাইজের সামনে চুরি হওয়া বালু স্তুপ করে রাখা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক বছর ধরে তারা বালু চুরির সঙ্গে জড়িত।

স্থানীয় প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ টাস্কফোর্স গঠন করে দ্রুত ব্যবস্থা না নিলে সড়ক ও জনপথের সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে। বালু ও কাঁচামালের অবাধ চুরি কেবল সম্পদের ক্ষতি নয়, এটি নির্মাণ কার্যক্রম ও জনগণের অধিকারকেও প্রভাবিত করে।

গোলাকান্দাইল অংশে এশিয়ান হাইওয়ে নির্মাণ শুরু হওয়ার পর থেকে ভূপাতিত বালু ও নির্মাণ উপকরণ অননুমোদিতভাবে সরানো হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে বড় ট্রাকগুলো এসে ভেকু দিয়ে বালু তুলে নিয়ে যায়। কে বা কারা রাস্তা থেকে মাটি তুলে নিচ্ছে তা জানা যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও প্রকল্প এলাকার দায়িত্বশীলদের কাছে দাবি উঠেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এসএইচ

Wordbridge School
Link copied!