• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৌদি থেকে ফিরে কিস্তি দিতে হিমশিম, স্বর্ণের লোভে মামী-মামাতো বোনকে হত্যা


লক্ষ্মীপুর প্রতিনিধি অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৫১ এএম
সৌদি থেকে ফিরে কিস্তি দিতে হিমশিম, স্বর্ণের লোভে মামী-মামাতো বোনকে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় পারভেজ নামে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহতরা হলেন- জুলেখা ও তার কন্যা মীম। জুলেখা স্থানীয় ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী, আর মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ জানিয়েছে, পারভেজ নিহত মীমের ফুফাতো ভাই। দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি। প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে থাকা পারভেজ এনজিও লোনের কিস্তি দিতে পারছিলেন না। তার অভাবের তাড়নায় তিনি মামার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করেন।

ঘটনার দিন পারভেজ মামী ও মামাতো বোনকে একা পেয়ে চাকু দিয়ে হত্যা করেন এবং আলমারি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত স্বর্ণালংকারও উদ্ধার করেছে। 

পুলিশ সুপার  মো. আকতার হোসেন বলেন, পারভেজ স্বর্ণালংকারের জন্য একাই মামী ও মামাতো বোনকে হত্যা করেছে এবং ঘটনার সব কাহিনী স্বীকার করেছে।

এম

Wordbridge School
Link copied!