• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিবারকে বেঁধে লুটে নেয় ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ


লক্ষ্মীপুর প্রতিনিধি: অক্টোবর ১৮, ২০২৫, ০৮:০৭ পিএম
পরিবারকে বেঁধে লুটে নেয় ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতদল পরিবারের সদস্যদের বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

শুক্রবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রব হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী রিয়াজ হোসেন উপজেলার করুনানগর বাজারের লামিয়া বস্ত্রালয়ের মালিক এবং প্রবাসী আলমগীর হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজা ভেঙে ১০–১২ জনের একটি দল বাসায় প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষে বেঁধে ফেলে তারা। এরপর আলমিরা ভেঙে ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

রিয়াজ হোসেন বলেন, ‘আমার বাবা আলমগীর কিডনিজনিত রোগে ভুগছেন। তাঁর চিকিৎসার জন্য ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে ঘরে রেখেছিলাম। সেই টাকা আর স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা।’

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসএইচ
 

Wordbridge School
Link copied!