• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘বাসন্ডা নয়, ঝালকাঠি কলেজ চাই’-স্লোগানে মুখর ক্যাম্পাস ও সড়ক


ঝালকাঠি প্রতিনিধি অক্টোবর ১৯, ২০২৫, ০২:৪৩ পিএম
‘বাসন্ডা নয়, ঝালকাঠি কলেজ চাই’-স্লোগানে মুখর ক্যাম্পাস ও সড়ক

ছবি: প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা কলেজের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (১৯ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসের সামনে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক আদেশে কলেজটির নাম পরিবর্তন করে “বাসন্ডা কলেজ” করা হয়েছে। অথচ জেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে “আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ” নামে পরিচিত ছিল। নাম পরিবর্তনের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার অন্যতম পুরনো ও স্বনামধন্য এই কলেজটির সঙ্গে “ঝালকাঠি” নামটি যুক্ত থাকলে প্রতিষ্ঠানের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে। তাই তারা কলেজটির নাম “ঝালকাঠি সিটি কলেজ”, “ঝালকাঠি মডেল কলেজ” বা “ঝালকাঠি ডিগ্রি কলেজ” রাখার দাবি জানান।

অভিযোগ পাওয়া গেছে, নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীরা সকালে ঝালকাঠি–রাজাপুর আঞ্চলিক সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শিক্ষার্থীদের প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেয়।

অংশগ্রহণকারীরা বলেন, “এ কলেজের সঙ্গে জেলার ইতিহাস ও শিক্ষার ঐতিহ্য জড়িয়ে আছে। তাই ‘বাসন্ডা কলেজ’ নাম গ্রহণযোগ্য নয়।”

এসএইচ

Wordbridge School
Link copied!