• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিন্দুক ভেঙে প্রায় ২০ ভরি সোনা ও ৪ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা


লক্ষ্মীপুর প্রতিনিধি অক্টোবর ২০, ২০২৫, ০৯:১৫ এএম
সিন্দুক ভেঙে প্রায় ২০ ভরি সোনা ও ৪ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা

লক্ষ্মীপুরের মীরগঞ্জ বাজারে পূজা শিল্পালয় নামে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সিন্দুক ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৪ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক গোবিন্দ মজুমদার। 

রোববার (১৯ অক্টোবর) বিকালে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক ঘটনাস্থলে গিয়ে ওই দোকান পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় ইউপি সদস্য ও বাজার পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। 

এর আগে শনিবার (১৮ অক্টোবর) রাতে মীরগঞ্জ বাজারের পূজা শিল্পালয় এ চুরির ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোবিন্দ মজুমদার সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হামছাদী গ্রামের বাসিন্দা কালি মোহন নাথের ছেলে। 

গোবিন্দ মজুমদার জানান, প্রতিদিনের মতো শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। দোকানের সিন্দুকে গ্রাহকদের প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ এবং নগদ প্রায় ৪ লাখ টাকা রাখা ছিল। চোরেরা দোকানের পেছনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে স্বর্ণ ও টাকা নিয়ে যায়। সকালে দোকানে এসে দেখতে পান, দোকানের শাটার খুলছে না। পরে মিস্ত্রি ডেকে শাটার খোলা হলে দেখা যায়, সিন্দুকসহ সব ড্রয়ারের তালা ভাঙা।

মীরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, গত ৪০ বছরে এই বাজারে চুরির কোনো ঘটনা ঘটেনি। আমরা চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম

Wordbridge School
Link copied!