• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাউফল হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৫, ০৮:১৩ পিএম
বাউফল হাসপাতালে ছদ্মবেশে দুদকের অভিযান

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হারবাল সহকারী কর্তৃক রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের অনুমোদিত একটি টিম প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফ। তিনি জানান, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। পরবর্তী পর্যায়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত হারবাল সহকারী শফিকুল ইসলাম ওরফে সবুজ দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করেন। তবে অভিযানের সময় অভিযুক্ত সবুজকে পাওয়া যায়নি। জানা যায়, সেদিন তাঁর ডিউটি ছিল সেকেন্ড হাফে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ বলেন, যার বিরুদ্ধে অভিযান হয়েছে, তিনি মালি নন, তিনি হারবাল সহকারী। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে ইমারজেন্সি বিভাগে কোনো দায়িত্ব দিইনি। আমার আগের কর্মকর্তা তাঁর সময় সবুজ ইমারজেন্সিতে দায়িত্ব পালন করেছেন। আমি দায়িত্ব নেওয়ার পর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছি, তিনি আর ডিউটি করবেন না।

অভিযান ঘিরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টির দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এসএইচ

Wordbridge School
Link copied!