বরগুনার তালতলী উপজেলায় দুই কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। দুই দিনের ব্যবধানে সংঘটিত এসব ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে থানায়। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত মোকলেছ মোল্লা (৫৯) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মোল্লার ছেলে। স্থানীয়দের অভিযোগ, মোকলেছ দীর্ঘদিন ধরে এলাকায় নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর দুপুরে এক শিশুকে টাকার ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয় অভিযুক্ত মোকলেছ। পরে সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়। ভয়ে শিশুটি বিষয়টি প্রথমে পরিবারকে জানায়নি। শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবার ঘটনাটি জানতে পারে।
এর দুই দিন পর, ৬ অক্টোবর বিকেলে, একই ব্যক্তি আরেক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন। এ ঘটনায় শিশুটির পরিবার বিষয়টি প্রকাশ্যে আনলে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়।
দুই ভুক্তভোগীর অভিভাবক গত ২১ অক্টোবর রাতে তালতলী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, “একই ব্যক্তির বিরুদ্ধে দুইটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
অভিযুক্ত মোকলেছ মোল্লা বর্তমানে পলাতক বলে জানিয়েছেন পুলিশ।
এম







































