ফাইল ছবি
নীলফামারীর ডিমলায় টিকা দিতে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গয়াবাড়ীর শুটিবাড়ি গ্রামের আব্দুস ছাত্তার খানের স্ত্রী সুর্য খাতুন (৫৫) এবং তার ১৪ দিনের নাতনী সামিয়া আক্তার। দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, নানী সুর্য খাতুন তার নাতনীকে কোলে নিয়ে গয়াবাড়ী টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মালবাহী পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে নবজাতক সামিয়া আক্তারের মৃত্যু ঘটে। গুরুতর আহত নানীকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাতক নাতনীর মৃত্যু হয়েছে। পিকআপের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।
এসএইচ







































