• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী পলাতক, তিন দিনেও গ্রেফতার হয়নি


নোয়াখালী প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৪৭ এএম
স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী পলাতক, তিন দিনেও গ্রেফতার হয়নি

নোয়াখালীর সুবর্ণচরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা সংকটাপন্ন বলে ডাক্তারেরা জানিয়েছেন। এই ঘটনাযর পর থেকে অভিযুক্ত স্বামী মান্নান পলাতক রয়েছে।
 
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এই ঘটনা ঘটে। ঘটনার তিনদিনেও মামলা হয়নি,আসামী গ্রেফতার হয়নি। 

আহত গৃহবধূ নাম লাকি আক্তার (৩২) তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম ধর্মগঞ্জ গ্রামের নজির আহমেদের মেয়ে।

জানা যায়, দশ বছর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম ধর্মগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মান্নানের সাথে লাকি আক্তারের বিবাহ হয়। লাকি আক্তারের পূর্বের সংসারের সুরাইয়া নামের ১৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। লাকি আক্তার ও মান্নান দম্পতির গত এক বছর যাবৎ বনিবনা হচ্ছে না। এই নিয়ে একাধিক বার সালিসি বৈঠক ও হয়েছে।

লাকি আক্তার অভিযোগ করে বলেন, প্রতিদিনের মত ঘটনার রাতে তার মেয়েকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২ টার দিকে স্বামী মান্নান সিঁধ কেটে ঘরে ডুকে স্ত্রী লাকি আক্তারকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। এসময় লাকি আক্তার ও তার মেয়ের চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে মান্নান পালিয়ে যায়। লোকজন এসে লাকি আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে লাকি আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা সংকটাপন্ন বলে ডাক্তারেরা জানিয়েছেন। 

লাকী আরও বলেন,তার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। যা এ গরীব পরিবারের পক্ষে চালানো সম্ভব নয়।

লাকি আক্তারের ভাই আনোয়ার হোসেন বলেন, আমার বোনকে হত্যা করার জন্য তার স্বামী মান্নান রাতের আধাঁরে গলা কাটছে। সে প্রাণে বাঁচলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঘাতক মান্নানকে গ্রেফতার করে কঠিন শাস্তির দাবী করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ভুক্তভোগী নারীকে ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে, এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেন নি।  সুস্থ হলে মামলা করবেন বলে জানান ওসি।

এম

Wordbridge School
Link copied!