• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে


রাজশাহী ব্যুরো: অক্টোবর ২৭, ২০২৫, ০৭:৩৯ পিএম
রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

ছবি: প্রতীকী

রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক আহসান হাবিব (২৯) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নার্স (২৫) বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর রাজপাড়া থানায় মামলা করেন।

ঘটনার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ভুক্তভোগী নার্স ঢাকায় কর্মরত অবস্থায় ফেসবুকের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে পরিচয় হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ঢাকার চাকরি ছাড়িয়ে রাজশাহী আনা হয়। এরপর বিয়ে না করে ভাড়া বাসায় রেখে শারীরিক সম্পর্ক চালিয়ে যান। শেষ পর্যন্ত নার্সকে আল-আরাফাহ ক্লিনিকের চেম্বারে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলিম জানান, ঘটনার পর নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা ও পরীক্ষা করান। মামলার পর ২৬ অক্টোবর আল-আরাফাহ ক্লিনিক থেকে চিকিৎসককে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে বিস্তারিত জানি না। তবে ক্লিনিকের নাম মামলায় উল্লেখ থাকায় ডা. আহসান হাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

তদন্ত কর্মকর্তা জানান, মামলাটির তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসএইচ


 

Wordbridge School
Link copied!